দেশব্যাপী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাস ও পুলিশের নগ্ন হামলা এবং নারায়নগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য। তাই রাজপথেই রক্ত দিব। আমি রাজপথে সর্ব প্রথম রক্ত দেব, আপনাদের গুলি আমি বুক পেতে নেব। আমার চাঁদপুরের ভাইয়েরা রাজপথ রক্তে লাল হতে প্রস্তুত রয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসের মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মৎস্যজীবিদলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur