চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে ১০ টি বালুমহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে নগদ ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
৩০ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লক্ষ টাকা, বাংলাদেশ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী শাহাজান বেপারীকে ১ লক্ষ টাকা, তালুকদার বিল্টার্স এর সত্ত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লক্ষ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজ এর শাহপরানকে ৫০ হাজার টাকা,
হাজীগঞ্জ ডিগ্রী কলেজ রোডের ইকবাল এন্ড বাদ্রাস এর চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লক্ষ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালে মিলন চৌধুরীকে ১ লক্ষ আর আক্তার হোসেনকে ৫০ হাজার জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা হান্নানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট, ৩০ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur