Home / সারাদেশ / কুমিল্লায় কালাডুমুর নদীতে মাছের পোনা অবমুক্ত করেন মতিন সৈকত
কালাডুমুর

কুমিল্লায় কালাডুমুর নদীতে মাছের পোনা অবমুক্ত করেন মতিন সৈকত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। 

সোমবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র এসইপি প্রকল্প আয়োজনে গোমতির শাখা কালাডুমুর নদীর  মৎস্য সম্পদ রক্ষায় নদীর পাড়ে র‌্যালী, পথসভা ও মাছের পোনা অবমুক্ত করাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী  জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও  জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত  মতিন সৈকত। বক্তব্য রাখেন  সিসিডিএ এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম ও টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) মোঃ ইমরান শেখ, ডকুমেন্টেশন অফিসার মোঃ নুরুন্নবী রাসেল প্রমুখ। 

কালাডুমুর নদীতে মৎস্য বৈচিত্র ফিরিয়ে আনার জন্য বাটা, রুই, মৃগেল ও গ্রাসকার্প ইত্যাদি মাছের প্রায় ৩ হাজার পিস পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি  মতিন সৈকত।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২৯ আগস্ট ২০২২