চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক সবুজ নামে এক যুবক নিহত হয়েছে।
২৯ আগস্ট সোমবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া আইসক্রিম ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক সবুজ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক ছিলেন বলে তার বাবা জানান।
প্রত্যক্ষদর্শী জহির হোসেন ও কামরুল হাছান জানায়, ঘটনার সময় ঢাকা থেকে কচুয়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুুখি সংঘর্ষ আব্দুল মালেক সবুজ ও ফরহাদ হোসেন নামের দুজন গুরতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: নাজমুল আহসান আব্দুল মালেক সবুজকে মৃত ঘোষনা করেন। অপর গুরুতর আহত ফরহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়ছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৯ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur