শাহরাস্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়ার নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলা থেকে দোয়াভাঙ্গা পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আতাহার, শাহ মোহাম্মদ আলী, মেহের উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আসগর হোসেন প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবেদক: জামাল হোসেন, ২৫ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur