Home / সারাদেশ / শিগগিরই চালু হচ্ছে আগরতলা-চট্টগ্রাম ফ্লাইট
Airlines

শিগগিরই চালু হচ্ছে আগরতলা-চট্টগ্রাম ফ্লাইট

ভারতের ত্রিপুরা রাজ্যের সরকার আগরতলা থেকে বাংলাদেশের চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার ২৩ আগস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,‘ভারতের ইউডিএএন আন্তর্জাতিক ফ্লাইট স্কিমের অধীনে আগরতলার মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিমান চলাচল শুরু হবে।”

বেসামরিক বিমান চলাচলের ফেডারেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যদি সবকিছু পরিকল্পনা মতো কাজ করে তবে সপ্তাহে তিনবার এ রুটে ফ্লাইট চলাচল করবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ রুপি (৫ হাজার ৪00 টাকা প্রায়)।

এর আগে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আগরতলা থেকে ঢাকা ও চট্টগ্রামে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিল ত্রিপুরা সরকার।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক এ রুটে উড়ান পরিষেবা পরিচালনার জন্য ত্রিপুরা সরকার প্রাথমিক অবস্থায় প্লেন পরিচালকারী সংস্থাকে প্রায় ১৫ কোটি রুপি ভর্তুকি দেবে।

ত্রিপুরা রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে গৌহাটি ও মনিপুরের পর আগরতলার এমবিবি এয়ারপোর্ট হয়ে উঠল উত্তর পূর্ব ভারতের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর।

গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন।

২৪ আগস্ট ২০২২
এজি