চাঁদপুরের কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ আলম প্রধানকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উত্তর বাজারস্থ পল্টন ময়দান এলাকায় ৮নং ওয়ার্ড বাসীর উদ্যোগে হুমকিদাতা লিটন চৌধুরীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন কাউন্সিলর মাসুদ আলম প্রধান, স্থানীয় অধিবাসী আব্দুল হান্নান হানু ও বিল্লাল হোসেন।
কাউন্সিলর মাসুদ আলম বলেন গত ১৭ আগষ্ট কচুয়ার নোয়াগাঁও গ্রামের জনৈক লিটন চৌধুরী তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি প্রদর্শন করেন।
তিনি আরো বলেন, লিটন চৌধুরী বিগত দিনে একজন বাসের হেলপার ছিলেন, বর্তমানে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বিপুল অর্থের্র মালিক হয়েছেন। তিনি আমাকে হত্যার হুমকি দেওয়ার সাহস কোথায় পেল। আমি বিষয়টি তদন্ত পূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur