চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার বিবেকানন্দ সাহা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। গ্রামীণ ব্যাংক শুধু নামের জন্যই ১৫ আগস্ট পালন করতে চায় না। জাতীর হাজার বছরের শ্রেষ্ট্রসন্তান বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তা বাস্তবায়ন ও তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গ্রামীণ ব্যাংক বদ্ধপরিকর। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে এ হত্যা না করলে আজ দেশের উন্নয়েনের মাত্রা আরোও অনেক উন্নত হত। তিনি কারাগারে থেকেও দেশের স্বাধীনতা ও সাধারণ মানুষের কথা ভাবতেন।’
তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন,‘দেশ অস্থিতিশীল থাকলে আপনার-আমাদের পরিবারও অস্থিতিশীল হবে। তাই কেউ অপপ্রচার করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং জাতির জনকের অবদানকে অস্বীকার বা বিকৃত করতে পারবে না।’
বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদাত বার্ষিকীতে সকাল ৯টায় চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে তাঁর যোনাল কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবস পালনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো.হারুন অর রশিদ হাজারী ।
স্বাস্থ্যবিধি মেনে সকাল সাতটায় গ্রামীণ ব্যাংক বাগাদী চাঁদপুর শাখায় উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে বৃক্ষরোপণ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জোনের জোনাল ম্যানেজার বিবেকানন্দ সাহা। উপস্থিত ছিলেন ও আলোচনা বক্তব্য রাখেন-গ্রামীণ ব্যাংক চাঁদপুর জোনের জোনাল অডিট অফিসার আ.মান্নান,গ্রামীণ ব্যাংক চাঁদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ কুমার মজুমদার,বাগাদী শাখার ব্যবস্থাপক আবুল হাসেম, পুরাণবাজার শাখার ২য় কর্মকর্তা আবু সাঈদ, কর্মকর্তা আবু সালেহ ও মিডিয়া পার্সন আবদুল গনি। এ সময় শাখার সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে চাঁদপুর জোনাল অফিসের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং ওনার পরিবারের জন্যও দোয়া করা হয়।
আবদুল গনি
চাঁদপুর টাইমস
১৫ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur