পরিবার ও সন্তানদের নিয়ে সস্ত্রীক নিজ বাড়িতে হেলিকাপ্টারে আজ শুক্রবার আসছেন আমেরিকা প্রবাসী মো. জসিম উদ্দিন প্রধান।
আজ শুক্রবার আমেরিকা থেকে ঢাকায় অবতারনার পর বাংলাদেশ সময় বেলা ১১টায় জসিম উদ্দিন প্রধান নিজ জন্মভূমি বেসরকারি হেলিকপ্টারে গ্রামের বাড়িতে পৌছবেন এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন।
আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো. মোখলেছুর রহমান প্রধানের সুযোগ্য সন্তান।
মো. জসীম উদ্দিন প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য ২০০৪ সালে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি ওই দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন। মাতৃভূমি ও নারীর টানে কয়েক বছর পরপর তিনি নিজ গ্রামে ছুটে আসেন এবং এলাকায় সামাজিক সংগঠন,ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারন অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
হেলিকাপ্টার যোগে জসীম উদ্দীন প্রধানের নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক মানুষের আগমনের সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১১ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur