বাবার কোলে চড়ে আদালত থেকে ধর্ষণ মামলায় জামিন পেয়েছে সাত বছরের শিশু সজিব। রোববার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আহসান হাবিব তাকে জামিন দেন।
গত বছরের ২৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় বাবা আলেক মন্ডল কালীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।
কালীগঞ্জ থানায় ওই সময় কর্মরত ওসি ইউনুচ আলী সজিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
জামিনের জন্য ওইদিন সকালে বাবা আব্দুল মালেক সজিবকে কোলে নিয়ে আদালতে আসেন। শিশু সজিব এ সময় আদালত প্রাঙ্গণে খেলায় মেতে ওঠে। আর তা দেখতে বিপুল সংখ্যাক মানুষ সেখানে ভিড় করেন।
আসামি পক্ষের আইনজীবী তবিবুর রহমান আদালতে সজিবের জামিনের আবেদন জানালে বিচারক আহসান হাবিব তা মঞ্জুর করেন। বিচারক এ সময় বলেন, জন্ম সনদ আদালতে জমা দিলে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
আইনজীবী তবিবুর রহমান জানান, সজিব কোনো দোষ করেনি। তবুও ধর্ষণ মামলায় তাকে জড়িয়ে চার্জশিট দেওয়া হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ২৪ এপ্রিল বিকাল ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের আলেক মন্ডলের মেয়ে আম খাওয়ার জন্য মসলা আনতে প্রতিবেশি আজগর আলীর বাড়িতে যায়। এ সময় আজগর আলীর মাদ্রাসাপড়ুয়া ছেলে ইউসুফ আলী (১৪) তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১২ পিএম, ১০ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর