চাঁদপুরের মতলব উত্তর মাদক,বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও জাতীয় শোক দিবসের সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট রবিবার দুপরে মতলব উত্তর উপজেলার মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের অডিটরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ।
মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের আয়োজনে অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আল -আমিন মিয়াজী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার এসআই আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া,উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ইকবাল, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এছাড়াও শিক্ষার্থীদের মাদক সন্ত্রাস থেকে মুক্ত রাখতে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই মাদক প্রতিরোধে সব পেশার মানুষের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক দুর হবে।’
নিজস্ব প্রতিবেদক, ৭ আগস্ট ২০২২