চাঁদপুর জেলা সদরের ৮ কি.মি.পূর্বদিকে চাঁনখার দোকান ও ঘোষেরহাটের মাঝামাঝি স্থানে কুমিল্লা মহাসড়কের সাথে সংযোগকারী বটতলা-সেনগাঁও ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ ।
কালের আবর্তে ও সময়ের প্রয়োজনে রেলিং বিহীন বা রেলিং না থাকায় এ ব্রিজটি দিন দিনই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ।
যতটুকু জানা যায়- বটতলা-সেনগাঁও এ ব্রিজটি ১৯৯০ সালে ৬ লাখ টাকা ব্যয়ে সিএনবি খালের উপর কুমিল্লা মহাসড়কের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে গ্রামবাসীর চলাচলের জন্য ফুট ওভারব্রীজ হিসাবে এটি নির্মিত হয়েছিল ।
এটি ১৩ মিটার লম্বা এবং ৩ মিটার প্রস্থ। এখান থেকে একটি পাকা সড়ক নির্মিত হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। এর আশেপাশে ও উত্তরে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা, মসজিদ এবং সেনগাওঁ উচ্চ বিদ্যালয় রয়েছে । ফুটওভার এ ব্রিজের রেলিং ভেঙ্গে যাওয়ায় আপাতদৃষ্টিতে দৃশ্যমান না হওয়ায় যে কোনো যানবাহন মারাত্মক ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে দেখা গেছে । একসময় এটি ছিল ফূটওভারব্রীজ ।
বর্তমানে স্থানীয় এলাকাবাসীর চাহিদার প্রয়োজনে বিভিন্ন ধরনের যানবাহন বালু,ইট,সুরকী,সিমেন্ট ও রডবাহী ট্রাক-পিকআপ এর উপর দিয়ে নিত্যদিনই চলাচল করছে। ব্রিজটিতে রেলিং না থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কারণ হতে পারে ।
এলাকাবাসী চলাচলের নিরাপত্তায় ও দুর্ঘটনা এড়ানোর জন্যে ব্রিজটি অতিজরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন ।
আবদুল গনি
চাঁদপুর টাইমস
১ আগস্ট ২০২২