বাংলাদেশ জিম মালিক সমিতি (বিজিএমএস) ঢাকায় ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০২২ মিঃ ঢাকা প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে। এতে ফাইনাল রাউন্ডে ১ম স্থান লাভ করে স্বর্ণপদক পেয়েছে চাঁদপুরের সহিদুর রহমান সহিদ।
৩১ জুলাই আয়োজকবৃন্দ চ্যাম্পিয়ন হিসেবে তার হাতে গোল্ড মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।সহিদুর রহমান সহিদ চাঁদপুর ড্রিম জিম এন্ড ওয়েলনেস সেন্টারের ট্রেইনার।
ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০২২ মিঃ ঢাকা প্রতিযোগিতায় এবছর চাঁদপুর থেকে ৩ জন অংশ নিয়েছিল। বাংলাদেশ বডিবিল্ডার্স ফেডারেশন আয়োজিত ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ ২৯ জুলাই থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি টাওয়ার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। এতে ১১ বিভাগে ৬ জন করে ৬৬ জন ফাইনালে উত্তীর্ণ হয়। সারাদেশ থেকে ১৭৯ জন প্লেয়ার মিঃ ঢাকা বডি ফিটনেসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur