Home / চাঁদপুর / চাঁদপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন
নারী

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৫ জন নারী উদ্যোক্তাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার চাঁদপুর ওয়াইডব্লিউসিএ ক্লাসরুমে আয়োজিত সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বক্তব্যে বলেন, যেকোনো কাজের ক্ষেত্রে ট্রেনিং কিংবা এই ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। এতে কাজে আগ্রহী ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাছে এসব আয়োজনের যথেষ্ট চাহিদা এবং আগ্রহ রয়েছে।

পৌর মেয়র বলেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এখানকান নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের এগিয়ে নেবার জন্য যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিবেন। আমি আয়োজক এবং প্রশিক্ষনার্থী- সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুনিরা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুর ওয়াইডব্লিউসিএ -এর প্রেসিডেন্ট খুকি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুরানবাজার ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফেরদৌসি বেগম, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ-সভাপতি জেসমিন নাসরিন, সদস্য নাজমা আলম, সিনিয়র প্রশিক্ষক মাকসুদা নাসরিন।

প্রশিক্ষনার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আলোকিত নারী সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমি, নারী উদ্যোগতা জেনমিন আক্তার, নূরজাহান রুমা, রাহিমা আক্তার, তাপসী সরকার প্রমুখ।

তারা বলেন, গাছ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস দেয়। তাই আমাদের সবারই গাছের যত্ন নেয়া এবং গাছ লাগানো উচিত। গাছকে আমরা যতটা ভালোবাসবো, গাছও আমাদের ততটুকু ভালোবাসবে। এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা অনেক কিছু জেনিছি। এই প্রশিক্ষণ কর্মশালার জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।সবশেষে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জোর পুকুর পাড়ে ২০টি ফলজ ও বনজ গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

প্রতিবেদক:আশিক বিন রহিম, ২৬ জুলাই ২০২২