ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।
রাজধানী দিল্লিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল থেকে পুলিশ তাকে আটক করে। খবর এনডিটিভির।
দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল গান্ধী।
এ সময় বিপুলসংখ্যক পুলিশ কংগ্রেসের ওই বিক্ষোভ সমাবেশকে ঘিরে রাখে। প্রায় ৩০ মিনিট পর রাহুল গান্ধীকে আটক করেন পুলিশ সদস্যরা। আটকের পর তাকে পুলিশের বাসে তুলে নেওয়া হয়।
আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) একজন রাজা।’
বার্তা কক্ষ, ২৬ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur