Home / চাঁদপুর / চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত
পানিতে

চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

চাঁদপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে চাদপুরে সমষ্টির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক.সাজেদা পলিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন,চাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। এ সময় সাংবাদিক আলম পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম,শিশু একাডেমীর জেলা কর্মকর্তা কায়সারুল আহমেদ,সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)র এরিয়া ম্যানেজার জহিরুদ্দিন মো.হিন্দেলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ।

জহিরুদ্দিন মো.হিন্দেল বলেন,চাদপুরে গত এক বছরে ৪৭ জন শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করে। তবে পানিতে পড়ে প্রাণে বেচে যায় ৩৫জন শিশু। আমরা চাদপুরে এ নিয়ে কাজ করছি।আর এতে সব ধরণের সহায়তা করছে সমষ্টি নামে একটি সংস্থা। বর্তমানে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে।

স্টাফ করেসপন্ডেট, ২৫ জুলাই ২০২২