অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং বিক্রি করায় চাঁদপুরের ফরিদগঞ্জে লাবনী বেকারিতে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ সদরের ফাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন লাবনী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা মতে পন্যের মোড়ক ব্যবহার না করা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে বেকারির মালিক মাসুদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী লাবনী বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur