বরিশালের বাকেরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও বিআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের-ই-বাংলা মেডিকেলে স্থানান্ত করা হয়।
বার্তা কক্ষ, ২০ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur