শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জীবনের প্রতি যত্ন নেওয়া শেখাতে হবে। বৃক্ষ রোপণের মাধ্যমেই তারা জীবনের প্রতি যত্ন নেওয়া শিখবে। এতে তারা নিজের যত্ন ও পরিবারের যত্ন নিতে শিখবে। মানুষ ও পরিবেশের প্রতি তারা সংবেদনশীল হবে। আমরা যদি প্রকৃতির প্রতি যত্ন নিই, প্রকৃতিও আমাদেরকে দেখবে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো পরিবেশ দূষণ করছে। কিন্তু পরিবেশসহ জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগরে ন্যাশনালওয়াইড অ্যাসোসিয়েশন ফর ইন্টারগ্যাটেড ডেভেলপমেন্ট (নিড) আয়োজিত বৃক্ষ রোপণ ও চিকিৎসা সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা মন্ত্রী।
দীপু মনি বলেন, আমি সিলেটে এসে শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানের জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু এর বাস্তব উদাহরণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
নিডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেএসি ইউকে অ্যান্ড কনসাল ফর ফিনল্যান্ডের বিচারক জুলিয়ান এফডব্লিউ ফিলিপস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন শিক্ষামন্ত্রী। আগামী দুবছরে এলাকায় ৩৫ হাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বার্তা কক্ষ, ১৮ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur