Home / স্বাস্থ্য / প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ % মানুষ : স্বাস্থ্যমন্ত্রী
health_minister_dr_

প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ % মানুষ : স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৭৬.০৫ % মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছে। এছাড়া ৭০.৩ % দ্বিতীয় এবং ১৭.৯ % বুস্টার (৩য়) ডোজ দেয়া হয়েছে,যা সারাবিশ্বে সমাদৃত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

সোমবার ১৮ জুলাই বিকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘ ভ্যাকসিনের বৈশ্বিক অপ্রতুলতা সত্ত্বেও বাংলাদেশ সরকার দেশের আপামর জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে বদ্ধ পরিকর। ’

বর্তমানে দেশে ৫ ধরনের (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার,সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন ও জনসন) প্রায় ২.৭৮ কোটি ডোজ টিকা মজুত রয়েছে।

মন্ত্রী বলেন,‘ দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে সরকার ১৯ জুলাই মঙ্গলবার দেশব্যাপি একটি ‘কোডিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। দিনব্যাপি অনুষ্ঠিতব্য এ ক্যাম্পেইনে প্রায় ৭৫ লাখ মানুষকে বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । ’

জাহিদ মালেক জানান,এ ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল,জেলা সদর হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলাসমূহের ওয়ার্ড পর্যায়েও কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।

একদিনে ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে সারাদেশে প্রায় ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

১৮ জুলাই ২০২২
এজি