শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং আগামী ২৭ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ জুলাই বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোেকোট হেলাল হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান লিটু, জাহিদুর রহমান জাহিদ, মাইনুদ্দিন সুমন, ফারুক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কাউছারুল আলম কামরুল, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদাক রনজিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকির পাটওয়ারী, নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন সুমন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সুজন চন্দ্র দে,সদস্য আবু সায়েম, মনির হোসেন, হারুন, শাহরাস্তি উপজেলার নেতা জুয়েল পাটওয়ারী। জুলফিকার আলী, মামুন,খলিল, আলমগীর হোসেন, মমিনুল ইসলাম উজ্জল, সাজ্জাদ, মাহমুদ, জুয়েল কান্তি নন্দু, তাপস সাহা, ঈমাম গাজী রাসেলসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পেশ ঈমাম মুফতি জাফর আহমেদ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur