Home / চাঁদপুর / চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৬:৪৭ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর পুরাণবাজারে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর মা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে একই এলাকার মেরকাটিজ সড়কের রব মিজির ছেলে রানা মিজি (২১) ও ঘোষপাড়ার সহদেব ঘোষের ছেলে সাগর পাল (২৪) তুলে নিয়ে যায়। পরে সাগর পালের রান্নাঘরে নিয়ে বেঁধে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। সেখান থেকে ওই মেয়েটি পালিয়ে বাড়ি এসে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তার মা পরদিন ২৮ আগস্ট চাঁদপুর মডেল থানায় অভিযুক্ত ওই দু’জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সাগর পালকে আটক করেছে।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন বলেন, ‘‘মেয়েটির ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি নেয়া হয়েছে। মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। মূল আসামি ধরতে অভিযান চলছে।’’

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস বলেন, ‘‘এ বিষয়টি মেয়েটি তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানায়নি। ওই ঘটনার পর থেকে মেয়েটি স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের কাছে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’’

ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন যুবক জানায়, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এলাকার বখাটে ও মাদকসেবনকারী।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫