চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের ব্যতিক্রমী উদ্যোগে ৪০তম বিসিএস বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীজন সন্মাননা দেয়া হয়েছে।
১২ জুলাই মঙ্গলবার বিকালে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে ৫জন বিসিএস সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুণীজন সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,গুনীজন সংবর্ধিত অতিথি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.দুলাল চন্দ্র নন্দী ও মাইক্রোসফট নিয়োগপ্রাপ্ত রাজীব পাল।
বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি আবু জাফর মজুমদার মাসুদুল হাসান উৎপল,আব্দুল কুদ্দুস,মাসুম বিল্যাহ,হাছিব আল মাহমুদ। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও রাকিবুল হাসান। এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,আলমগীর তালুকদার,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,বর্তমান সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,আমির হোসেন মজুমদার,যুগ্ন সাধারন সম্পাদক সুজন পোদ্দার,ইউনুছ মিয়া,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সহ-সংগঠনিক মাসুদ রানা,প্রচার সম্পাদক সায়েম মৃধা,সদস্য সনতোষ চন্দ্র সেন, রাজীব চন্দ্র শীল, মেহেদী হাসান,রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১২ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur