Home / বিনোদন / অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন
sharmili ...

অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। শুক্রবার ৮ জুলাই সকাল সাড়ে ১০ টা নাগাদ অভেনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানান। (ইন্না ….. রাজেউন )। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। খ্যাতিমান এ অভিনেত্রীর জন্ম ১৯৪৭ সালে।

জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন শর্মিলী আহমেদ। তিনি ‍ক্যান্সার আক্রান্ত ছিলেন।

মঞ্চ,টিভি ধারবাহিক,খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম ছবি উর্দু ভাষায় নির্মিত‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’,‘আয়না ও অবশিষ্ট’,‘আবির্ভাব’ ছবিতে। কিছু উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ)‘পলাতক’ ছবিতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’,‘আগুন’,‘দহন’,ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

‘আগুন’ ছবিতে প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া কয়েক শ’টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।

৮ জুলাই ২০২২
এজি