স্পোর্টস ডেস্ক | আপডেট: ০১:৩৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
বর্তমানে অসাধারণ ক্রিকেট খেলছে টাইগাররা। শুধু তাই নয়, সাংগঠনিক দক্ষতাতেও সমানতালেই লড়ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসরের পাশাপাশি গত দুই আসরে এশিয়া কাপের সফল আয়োজক ছিল বিসিবি। আবার আরেক দফা বিসিবিতে আস্থা রাখতে চায় আইসিসি। ২০১৬ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।
২০১২ ও ২০১৪ এর পর ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হতে পারে বাংলাদেশ। যদিও সম্ভাব্য ভেন্যু ছিলো দুবাই। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। এ প্রসঙ্গে নাঈমুর রহমান বলেন, ‘পরবর্তী এশিয়া কাপের আয়োজক হতে পারে বাংলাদেশ। আইসিসি আগ্রহ দেখিয়েছে। আমরাও আয়োজনে আগ্রহী।’
২০১২ সালে ঘরের মাঠে এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো। ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যায় টাইগারদের।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫