স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন,‘কোরবানির ঈদের দিন রাত ১০ টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।’
বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,‘কাউন্সিলের নেতৃত্বে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে, তারা রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ করবে। পরের দিনের জন্য কোনো বর্জ্য থাকবে না। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে তারা স্বেচ্ছাসেবী,কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী,এটা তার দায়িত্বের অংশ। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।
তারা ১০ জনের কমিটি গঠন করে নম্বর দিয়ে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে যাতে পশু কোরবানি করা হয় এবং বর্জ্য অপসারণ সঠিকভাবে যাতে করতে পারে সেজন্য জেলা প্রশাসক,বিভাগীয় কমিশনার নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি বলেন,‘কোরবানির পশুর হাটের বিষয়ে ইতিমধ্যে সভা করেছি। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটি পালনের জন্য সব মন্ত্রণালয়কে সিদ্ধান্ত দেয়া হয়েছে। রাস্তার কোথাও হাট বসবে না সেটি বলা হয়েছে। কোভিডে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয়া আছে। আমার একটা নির্দেশনা আগে থেকেই ছিল প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ১০ জন করে কমিটি করা যেকোনো দুর্যোগের জন্য। সেটি করা হয়েছিল করোনার সময়ে।’
তাজুল ইসলাম আরও বলেন,‘কোরবানির পরবর্তী সময়ে বর্জ্য অপসারণের জন্য আলোচনা হয়েছে। সে অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭ টা থেকে ১০ টার মধ্যে সব জায়গা থেকেই অপসারণ করতে হবে। কোরবানির পর পরই বর্জ্য অপসারণ শুরু হবে। কোথাও ৭ টায় হবে,কোথাও রাত ১০ টায় হবে। সেদিন রাত ১০ টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশা করি।’
৭ জুলাই ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur