Home / চাঁদপুর / চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধা

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধা

আশিক বিন রহিম : আপডেট: ০১:১৩ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের পর রাস্তায় মিছিল করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি হওয়ার ঘটনা ঘটে। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মোতাহের হোসেন পাটওয়ারী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

উপস্থিত বিএনপির এক কর্মী সূত্রে জানা যায়, ধস্তাধস্তিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম অসুস্থ হয়ে পড়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে ছিলেন চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন পিপিএম।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/২০১৫।

BNP-3