Home / ইসলাম / ৫৬,৯৫২ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
HAJJ

৫৬,৯৫২ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৫৭ টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৬ হাজার ৯ শ ৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আজ ৪ জুলাই হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৮৬টি,সৌদি এয়ার লাইন্সের ৬০ টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ১১টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।

বুলেটিনে বলা হয়, মোট ১৫৭ টি হজ ফ্লাইটে ৩ হাজার ৮শ ৯০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামিকালের মধ্যে সব হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। হজযাত্রীদের শেষ ফ্লাইট আগামীকাল ।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৬৫ % পুরুষ ও ৩৫ % মহিলা হজ যাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজ যাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫.৮১ %। এছাড়া হজ যাত্রীদের মধ্যে ৩৭% হচ্ছেন ঢাকা বিভাগের হজ যাত্রী।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামি ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট ।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন মহিলাসহ ১২ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

৪ জুলাই ২০২২
এজি