দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
বক্তারা বলেন, দুই দশক ধরে এনটিভি তার নিরেপক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জন করেছে। সময়ের সাথে আগামীর পথে এই এনটিভি এই শ্লোগানে এনটিভি দর্শক সেরা। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে।অনিয়ম দুর্নীতির পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্র আগামীতেও তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় এবং এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জি এম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, বিশিষ্ট সংগঠক লায়ন মাহমুদ হাসান খান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, একুশে টিভির জেলক প্রতিনিধি নেয়ামত হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, মহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খুরশিদ আলম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এস এ টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর বার্তার সহ সম্পাদক শাহরিয়া পলাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর শপতের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন, রহমান রুবেল, সময়ের আলো ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সামাজিক সংগঠন জাহিদুল হক মিলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur