Home / সারাদেশ / অধ্যক্ষকে নাজেহালের ঘটনায় মামলা : গ্রেফতার ৩
mirjapur

অধ্যক্ষকে নাজেহালের ঘটনায় মামলা : গ্রেফতার ৩

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত ছাত্রকে জুতার মালা গলায় পরিয়ে নাজেহালের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার ২৮ জুন সদর থানার এসআই শেখ মোহাম্মদ মুরসালিন বাদী হয়ে ১৭০-১৮০ জনের নামে মামলা করেছেন।

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা এবং অধ্যক্ষকে লাঞ্ছিতে ঘটনায় এ মামলা করা হয়। মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগের ঘটনায় কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও ছাত্র রাহুল দেবের গলায় জুতার মালা গলায় পরিয়ে দেয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনার পরে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এ সময় অভিযুক্ত রাহুল দেব রায় ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।

পরদিন রাহুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

২৮ জুন ২০২২
এজি