অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিনের কৃষক প্রশিক্ষণ (২৬-২৭ জুন ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. আনিছুর রহমান, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ শহীদুল ইসলাম ,মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক/কষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন ও সার্বিক সহযোগিতা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মজিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বীজ গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও গাছের ফুল-ফল ঝোরেপড়া রোধ-প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।
প্রশিক্ষণ শেষে কৃষক/কষাণীদের মাঝে সবজি বীজ ও ফলের গাছ বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ২৭ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur