পদ্মা সেতু পারাপারে যাত্রী সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ২৭ জুন এক বিবৃতিতে মন্ত্রী এ আহ্বান জানান বলে সরকারি এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
মন্ত্রী বলেন,‘পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা সবার দায়িত্ব।’
বিবৃতিতে সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে,তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখার জন্যও তিনি আহ্বান জানান বলে তথ্যবিবরণীতে বলা হয়।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
পদ্মা সেতুতে সোমবার ২৭ জুন ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ।
তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ জানায়,২৭ জুন ২০২২,সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
২৮ জুন ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur