চাঁদপুরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় ।
আজ শনিবার ২৫ জুন সকাল ৯ টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওচমান গণি পাটওয়ারী,পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার,জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ভূঁইয়া ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য নেতৃবৃন্দ ।
র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁদপুর স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
এতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur