কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউপিতে সদ্য যোগদানকৃত ইউপি সচিব লিটন চন্দ্র পোদ্দার পরলোকগমন করেছেন। তিনি শুক্রবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তিনি ডায়াবেটিস,খাদ্যনালীজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। লিটন চন্দ্র পোদ্দার কচুয়া কাদলা ইউপি,হাজীগঞ্জ বিভিন্ন ইউনিয়ন ও সর্বশেষ কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে কর্মরত ছিলেন।
লিটন চন্দ্র পোদ্দার হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের অধিবাসী। তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কচুয়ার বর্তমান কর্মস্থল ৫নং পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও কাদলা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,উপজেলা সচিব সমিতির সভাপতি মো. ওয়ালী উল্যাহ,সাধারন সম্পাদক মো. ফররুখ আহমেদ,বিতারা ইউপি সচিব জাকির হোসেন মৃধা,পালাখাল মডেল ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার অপু,পাথৈর ইউপি সচিব সাগর চন্দ্র দাসসহ অন্যান্যরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur