ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখোপাত্র কর্তৃক নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং উম্মাহাতুল মুমিনীন হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চাঁদপুর পাল বাজার ব্যবসায়ীদের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন শুক্রবার বাদ জুমা শহরের চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চাঁদপুর শহরের বৃহত্তম পালবাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানবন্ধনে অংশগ্রহনকারীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখোপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করেন। তাদেরকে এমন কঠিন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে কোন ব্যক্তি বিশ্ব নবীকে নিয়ে এধরনের কুটুক্তি করতে না পারে এমন দাবি তুলে ধরেন মানবন্ধনে অংশগ্রহন কারীরা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৭ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur