চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। কচুয়ার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্ত, জে বি ওয়ান কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব,৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের পেটের প্রাচীরের হার্নিয়া জনিত সমস্যার কারনে ১৬ জুন তারিখে জাপান টোকিওতে অবস্থিত ( ঞঊওকণঙ টঘওঠঊজঝওঞণ ঐঙঝচওঞঅখ) এ সিডিউল মোতাবেক প্রায় ৪ঘন্টা ব্যাপী অস্ত্রোপচার করার পর অপারেশন সম্পন্ন হয়েছে।
এদিকে অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশবাসী ও কচুয়ার সর্বস্তরের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছেন।
এই তথ্য নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধানের অপারেশন সম্পন্ন হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান, তাহার ব্যাক্তিগত সহকারী ম্যানেজার মো. জামাল হোসেন মিয়াজী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur