দীর্ঘ ৩৪ দিন পর চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলসহ ৮ জন জামিন পেয়েছেন। মহামান্য হাইকোর্ট গত ৭ জুন ফৌঃ মিস নং ২৮৬৮৭/২২ মামলায় এই আসামীদেরকে জামিন দেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল পরিমান নেতাকর্মী জেলখানার সামনে সমবেত হন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারামুক্তির পর তাদেরকে নিয়ে যাওয়া হয় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে এক সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় নেতাকর্মীরা সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসানাত। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাসমুল আরেফিন, ইয়াকুব বিন সায়েম লিটন, অলি আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয় সহ-সভাপতি মেহেদি হাসান রনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, মেহেদী হাসান সাকিল, পৌর বিএনপি’র সহিদ ঢালী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব খান মুুন্না প্রমূখ।
গত ১০ মে চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে স্বেচ্ছায় ৯ জন আসামি হাজির হন। জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিদেশ দেন। এর মধ্যে গত ৩০ মে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইখতিয়ারউদ্দিন শিশুকে জেলা দায়রা জজ তাকে জামিন দেন।
মহামান্য হাইকোর্টের নিদেশ অনুযায়ী ১৩ জুন সোমবার দুপুরে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলামের আদালতে তাদের পক্ষের আইনজীবী মুক্তিনামা প্রদান করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলো: চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব ইব্রাহীম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহবায়ক মেরাজ চোকদার, শামসুল আলম সূর্য, মাসুদ মাঝি, খোকন ও ইয়াসিন খান।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডঃ আলম খান মঞ্জু জানান, এই আসামীদেরকে মহামান্য হাইকোর্ট তাদেরকে ১ বছরের জামিন প্রদান করেন। সেই অনুযায়ী আমরা মুক্তিনামা প্রদান করেছি। মুক্তিনামা চাঁদপুর জেলা কারাগারে গিয়ে পৌছলে আসামীরা জামিনে মুক্ত হবেন।
স্টাফ করেসপন্ডেট, ১৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur