চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক,খ, গ ও ঘ-ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং বিভিন্নভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুর জেলা ছাত্র-ছাত্রীদের সংগঠন “ডাকাতিয়া” (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) এবারও তাদের কার্যক্রম পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী তথ্যকেন্দ্রর মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীর তথ্য সরবরাহ ও সেবা প্রদান করেন।
এছাড়াও পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখেন।
জুন মাসের ৩, ৪, ১০ ও ১১ তারিখে এ কার্যক্রম চলে। এই ৪ দিন ব্যাপী সেবামূলক কার্যক্রমের জন্য তাদের প্রায় ৭০ জন সদস্য নিয়োজিত ছিলো।
তথ্য সহায়তার পাশাপাশি তারা ভর্তি পরিক্ষার পূর্বে যেসব শিক্ষার্থীদের ঢাকায় থেকে পরিক্ষা দেওয়া অসুবিধা তাদের জন্য থাকার ব্যাবস্থাও করেছেন।
সংগঠনের সভাপতি মো মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, তারা চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষামূলক সহায়তা করে থাকে। এমনকি এই সংগঠনটি চাঁদপুর জেলায় বিভিন্ন কলেজগুলোতেও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। চাঁদপুরকে নিরক্ষরমুক্ত গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।
এসময় ডাকাতিয়ার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ১১ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur