Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
অসহায়দের

ফরিদগঞ্জ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ৪৫ অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ওডিটরিয়ামের হলরুমে সেলাই সেলাই মেশিন বিতরণে করে হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুর নেছার সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন এবং কর্মসংস্থানের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জি.এস তসলিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, কর্মসংস্থান ব্যাংকে ফরিদগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।’

প্রতিবেদক: শিমুল হাছান, ৯ জুন ২০২২