Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দ্বীনিয়া মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা
মাদ্রাসার

কচুয়ায় দ্বীনিয়া মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা

কচুয়ায় কেন্দ্রীয় দারুস সুন্নাত মোহেব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসার উদ্যোগে আলোচনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার উন্নতি ও মান উন্নয়নের লক্ষে আলোচনা ও পরামর্শমূলক সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি ডা. আব্দুর রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার উপদেষ্টা শহীদ উল্যাহ বিকম, সেক্রেটারি ডা. আব্দুল হাই,সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ মজুমদার ও আলেম ওলামায়ে কেরামগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এসময় মাদ্রাসার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী ওসমান গণি ফারুকী ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ জুন ২০২২