Home / চাঁদপুর / চাঁদপুরে ৬ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ৬ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ৬ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

আশিক বিন রহিম | আপডেট: ১০:১৭ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০১৫, রোববার

চাঁদপুর এই প্রথম জেলা ডিবি পুলিশ ৬ হাজার পিচ ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে।

রোববার রাত সাড়ে ৮ টায় ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী বোগদাদ বাসে (ঢাকা মেট্রো ১৪-৭২৫৪) অভিযান চালিয়ে ইমরান হোসেন (২৮ ) কে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়।

অভিযান পরিচালনা করেন ডিবির এস আই সিরাজুল ইসলাম।

আটক ইমরান হোসেন জানান, ইয়াবাগুলো কক্সবাজারের শরীফুল ইসলামের কাছ থেকে ঢাকা নেওয়ার জন্য চাঁদপুরে নিয়ে আসছিলেন। ইয়াবাগুলো ঢাকার নীলক্ষেত এলাকার বিল্লালের কাছে নিয়ে বিক্রি করার কথা ছিলো। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ছুটে আসেন।

চাঁদপুরে এই প্রথম ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করলো ডিবি পুলিশ।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫