চাঁদপুর কচুয়ায় ইজিবাইক থেকে পড়ে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার আলীয়ারা-পালাখাল সড়কের মগপুকুরিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে একই উপজেলার আলীয়ারা গ্রামের প্রবাসী লোকমান মিয়ার স্ত্রী।
জানা যায়, ওই দিন সকালে নিজ বাড়ী আলীয়ারা থেকে পার্শ্ববর্তী পালাখাল বাজারে ইজিবাইকে যাওয়ার সময় পথি মধ্যে ঘটনাস্থলে হঠাৎ গাড়ী থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
এসময় তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পালাখাল বাজারে একটি ক্লিনিকে নিয়ে আসলে কতর্বর্যত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur