প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। শনিবার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকার গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া বাজারের পল্টন ময়দানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের উদ্যোগে এ কর্মসূচিতে এসময় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,ত্রান বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত,সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিঞা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা সম্পাদক হামিদ খানসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিল সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও জামাত কর্তৃক নেতাকর্মীরা কটূক্তি ও হত্যার হুমকির বিচার দাবি করেন বক্তারা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur