শুক্রবার ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০ টায় রাজধানীর আশকোনার হজক্যাম্পে ‘হজ কার্যক্রম-২০২২’এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ২ জুন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি হজ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।
আশকোনা হজক্যাম্প প্রান্তে ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী উপস্থিত থাকবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামি ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫ শ ৮৫ জন হজে যেতে পারবেন।
গত ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামি ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামি ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।
চাঁদপুরে হজ যাত্রীর সংখ্যা ৩শ ১১ জন
চাঁদপুর জেলার উপজেলা চলতি মৌসুমের হজ যাত্রীর সংখ্যা ৩ শ ১১ জন। আগামি ৫ জুন থেকে পবিত্র হজ্ব পালনের ফ্লাইট শুরু হচ্ছে ।
চাঁদপুরের হাজীগণ কবে ও কখন তাদের ফ্লাইট হবে তা মোবাইল মোবাইল মেসেসে জানানো হবে বলে জানা যায়। বর্তমানে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে তাদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলার ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো.খলিলুর রহমানের সাথে ১ জুন বুধবার যোগাযোগ করলে তিনি জানান,কার কখন ফ্লাইট হবে তা অবশ্যই হজ অফিস থেকে মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে এবং ফ্লাইট এর তিন দিন আগে অবশ্যই হজ ক্যাম্পে উপস্থিত থেকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবে বলে তিনি জানান ।’
আবদুল গনি
চাঁদপুর টাইমস
২ জুন ২০২২