বোরো মৌসুমে চালের দাম বাড়ার প্রেক্ষাপটে ধান-চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। এ বিষয়ে একটি কন্ট্রোল রুমও খুলেছে খাদ্য মন্ত্রণালয়।
কন্ট্রোল রুমে অবৈধ মজুতের তথ্য জানাতে ০২-২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।
বুধবার (১ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। বৃহস্পতিবারও (২ জুন) খাদ্য মন্ত্রণালয়ের পাঁচটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে।
বার্তা কক্ষ, ২ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur