কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি | আপডেট: ০৭:৫০ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০১৫, রোববার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে আহত হয়ে রিয়াজুল (৩০) নামে একজন নিহত হয়েছে।
নিহত রিয়াজুল উপজেলার কান্ধাল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম এডিশন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান মমিনুল ইসলাম এডিশন বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় গরুর ঘাস কাটার জন্য বাড়ির সংলগ্ন মাঠে যায়। আনুমানিক সকাল ১০টায় সে বজ্রপাতের ঘটনা ঘটলে রিয়াজুল গুরুত্ব আহত হন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। রিয়াজুলে অবস্থায় গুরুত্ব আশংকাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরীভারে রেফার করেন। দিনাজপুরের যাওয়ার জন্য তাকে অ্যামবুলেন্সে উঠার সময় সে মারা যায়। হরিপুর থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur