চাঁদপুরের হাজীগঞ্জে প্লাওয়ার মেইল, খাবার হোটেল ও মিষ্টির দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ মে রোববার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, কি খাচ্ছি আর কি কিনছি আমরা, এতে ব্যবসায়ীরা তাদের নৈতিকতা ও বিশ্বাস হারিয়ে ফেলছে।
তিনি আরো জানান, ময়দার ৫৫ কেজির বস্তায় ৩ কেজি কম, মিস্টির দোকানে মিস্টি আর পোকা যেন পাশাপাশি সহাবস্থান। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত মিষ্টির সিরা, হোটেলের রান্নাঘর যেন ভাগাড়, ময়লা প্লেট ধোয়া হচ্ছে ময়লাতেই, সেটিতে আবার খাবার খেতে দেওয়া হচ্ছে, বেকারিতে বিস্কিটের প্যাকেটে উৎপাদনের তারিখ লেখা ৩০ মে, অথচ আজ ২৯ মে৷ নিষিদ্ধ এমোনিয়া, বিস্কুটের গুড়া আর বালি মিলেমিশে একাকার, এ জন্য ৪টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। পরবর্তীতে একই রকম অব্যবস্থাপনা পেলে কঠোর পদক্ষেপ নিবেন বলে জানান।
৪টি প্রতিষ্ঠান হলো, রনি ফ্লাওয়ার মেইলকে ১৫ হাজার, খাওয়া দাওয়া হোটেলকে ৫ হাজার, হাজী সুইটসকে ৬ হাজার এবং মিনহাজ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্যানেটারী অফিসার, জেলা বিএসটিআই কর্মকর্তা।
হাজীগঞ্জ প্রতিনিধি, ২৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur