চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিড়াং গ্রামে পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা স্বর্গীয় বিনয় ভূষন ঢালীর ছোট ভাই (অবঃ)পুলিশ সদস্য বিভুতীভূষন ঢালীর ঘরে শনিবার (২৮ মে) রাতে চুরির ঘটনা ঘটেছে । এতে স্বর্ণালংকার,ল্যাপটপ ও পোষাকসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে তাদের দাবী।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত তিনদিন পূর্বে বিভূতিভূষণ স্ত্রীকে নিয়ে চট্রগ্রাম ছেলের বাসায় বেড়াতে যায়।
খবর পেয়ে আজ রোববার সকালে চট্টগ্রাম থেকে বাড়ীতে আসে। বিভূতিভূষণ ঢালী বলেন, মোবাইলের মাধ্যমে জানতে পারেন তাদের ঘরে চুরি হয়েছে। চোরের দল ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে এবং দুটি স্টীলের আলমারির ও সিন্ধুকের তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপা ও মুল্যবান পোষাক নিয়ে যায়।যার ক্ষতির পরিমান ১০লক্ষ টাকা হবে বলে তাদের দাবী। একই রাতে
পার্শ্ববর্তী যতিন্দ্র সরকার বাড়ীর অশোক সরকারের ঘরের দরজা ভেঙ্গে ২টি মূল্যবান মোবাইল ও ২টি স্বর্ণের চেইন নিয়ে গেছে ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখনো অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur