নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে সাদিয়া আক্তার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ মে) খাগকান্দা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সাহিদা আক্তার রাজধানীর যাত্রাবাড়ীর জসিম উদ্দিনের মেয়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া বাকি পাঁচ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বলেন, ‘সাদিয়া তার পরিবারের স্বজনদের সঙ্গে খাগকান্দা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে নৌকা নিয়ে মেঘনা নদীতে বেড়াতে যায় সাদিয়াসহ ছয় জন। এ সময় তাদের নৌকা ডুবে যায়। তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু সাদিয়ার খোঁজ মেলেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশসহ আমরা উদ্ধার অভিযান চালাই। তবে দীর্ঘ সময় খোঁজ করেও সাদিয়া আক্তারকে পাওয়া যায়নি। সন্ধ্যায় নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।
বার্তা কক্ষ, ২৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur