স্টাফ করেসপন্ডেন্ট:
কারাবন্দি চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অসুস্থ আক্তার হোসেন মাঝি পুলিশের পাহারায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডি ও লজি) ডা. মো. মুনতাকিম হায়দারের নিকট তিনি চিকিৎসা নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আক্তার হোসেন মাঝি গত বুধবার দুপুর দু’ টার সময় চাঁদপুর জেলা কারাগারে সিঁড়ি বেয়ে চলাচলরত অবস্থায় উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়ে যান। এসময় তার মাথার পেছনের অংশ ফেটে যায়। পরে জেল হাজতে চিকিৎসা গ্রহণ করেন। তার মাথার পেছনে ৬টি সেলাই দিতে হয়েছে।
এছাড়া গত কয়েকদিন থেকে তার শারিরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন চাঁদপুর কারা কর্তৃপক্ষ।
চাঁদপুর টাইমস-এবিআর/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur